শিরোনাম

মিরকাদিমে পূজামন্ডপ পরিদর্শণ করলেন পৌর মেয়র

 

স্টাফ রিপোর্টার : মিরকাদিমে সকল পূজা মন্ডপ পরিদর্শণ করেন পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন। শুক্রবার বিকাল থেকে মিরাপাড়া পূজা মন্ডপ, নগরকসবা পূজামন্ডপ, কমলাঘাট পূজামন্ডপসহ সকল পূজা মন্ডপে যান। এবং সকলের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র কন্যা সামরিন,  পৌর কাউন্সিলর মো: আবদাল হোসেন, মো: আবু তাহের মিয়া, হারুন রশিদ, সানোয়ারা বেগম, কমলাঘাট হরিসভা সাধারন সম্পাদক সুশান্ত তালুকদার, নগরকসবা পূজামন্ডপের সভাপতি রামচন্দ্র সহা, মিরাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত পাল,  নিরাপদ কমিটির জেলা সভাপতি মাসুদ ফকরী খোকন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদর থানা কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত চন্দ্র পাল প্রমূখ। এ সময় সনাতন ধর্মীয়সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "মিরকাদিমে পূজামন্ডপ পরিদর্শণ করলেন পৌর মেয়র"

Leave a comment

Your email address will not be published.


*