স্টাফ রিপোর্টার : তরুণদের সামাজিক কর্মকান্ডে উদ্ধুদ্ধ করতে হবে। সামাজিক সংগঠনের সাথে যে সকল তরুণেরা যুক্ত থাকে তারা সমাজ উন্নয়নে অংশ নেন। মাদক নির্মূলে সামাজিক কর্মকান্ডের বিকল্প নেই। এই কথাগুলো বলেন মুন্সীগঞ্জ জেলা তরুণ সংঘেরর সভাপতি ডা: মো: আসিফ মাহমুদ। এ সময় তিনি সভ্যতার আলোকে বলেন, মুন্সীগঞ্জ জেলা তরুণ সংঘ থেকে মুন্সীগঞ্জ ব্যাপি বিভিন্ন সামাজিক কর্মকান্ড হাতে নেয়া হয়েছে। এবং প্রতিমাসে বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্যোগ সহ নানান সামাজিক অনুষ্ঠান করা হবে। সংগঠনটির সভাপতি ডা: মো: আসিফ মাহমুদ তরুণদের মাদক মুক্ত জীবন গড়ে তোলার আহবান করেন।
ALL YOUTH GO AHEAD NARCOTIC FREE LIFE.