শিরোনাম

মুন্সীগঞ্জে উদ্যমি তরুণদের শিশুতোষ নাটিকা অবহেলা

 

স্টাফ রিপোর্টার :  মুন্সীগঞ্জে উদ্যমী মেধাবী তরুণদের শিশুতোষ নাটিকা  অবহেলা প্রশংসা কুঁড়িয়েছে ।  প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পথ শিশুর জীবনকে ঘিরে গড়ে উঠা নাটিকা ‘অবহেলা’। এর গল্প লিখেছেন একই প্রতিষ্ঠানের   অরন্য আলিফ।

নাটিকার নির্মাতা মোস্তাফিজুর রহমান বলেন, এটি প্রধানত ২টি মা হারা পথশিশু কে নিয়ে বানানো হয়েছে। একটি পথশিশুর দিন কত টা অবহেলার মধ্য  দিয়ে যায় তা য নাটিকাটির মধ্যে পুরোপুরি ভাবে ফুটিয়ে তোলা হয়েছে চেষ্টা করা হয়েছে।। এতে শিশু কানন পথশিশু অভিনয়ে গল্পকে প্রানবন্ত করেছে। নাটিকা খুব শীঘ্রই ইউটিউব ও ফেসবুকে দেয়া হবে। এই তরুণেরা  এর আগেও বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক ও ফানি ভিডিও করেন। শুক্রবার সকালে শিল্পকলা প্রাঙ্গণে  নাটিকার শেষ দৃশ্য ধারণের সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, নির্মাতা মো: মোস্তাফিজুর রহমান, অরণ্য আলিফ মো: আকাশ মো; নবীন ও শিশু কানন প্রমূখ।

 

1 Comment on "মুন্সীগঞ্জে উদ্যমি তরুণদের শিশুতোষ নাটিকা অবহেলা"

  1. DR.MD.ASIF MAHMUD | September 22, 2017 at 12:05 pm | Reply

    THIS IS GREAT ROLL SO GO AHEAD & GET NEW DRAMA FOR PEOPLE’S OF MUNSHIGANJ.

Leave a comment

Your email address will not be published.


*