স্টাফ রিপোর্টার :আজ ২১ সেপ্টেম্বর প্রবীণ জননেতা আলহাজ্ব আব্দুল করিম বেপারীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। আলহাজ্ব আব্দুল করিম বেপারী মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভাধীন রামগোপালপুর নামের গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী মোঃ ফালান বেপারী সাহেব একজন সমাজ সেবক ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,প্রাক্তন সংসদ সদস্য, রিকাবী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,রিকাবী বাজার জামিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন সভাপতি,রামপাল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বহু সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। মহান স্বাধীনতা সংগ্রামে করিম বেপারী অনন্য ভূমিকা রাখেন।
Be the first to comment on "প্রবীন রাজনীতিক আব্দুল করিম বেপারীর মৃত্যু বার্ষিকী"