মুন্সীগঞ্জ সদরের আদারিয়াতলায় স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামী নাসির উদ্দিন (৫১) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় নাসিরউদ্দিনের শরীরে মরিচ, লবন মিশ্রিত গরম পানি ঢেলে দেয় তার স্ত্রী মিনু বেগম (৩৫)। ঘটনাটি ঘটে গত ১৪ সেপ্টেম্বর। পরে ওইদিন রাতেই তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি মিনু বেগম পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে
Be the first to comment on "মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া গরম পানিতে প্রাণ হারাল দগ্ধ স্বামী"