শিরোনাম

রামপালে কেক কেটে সালমান শাহ’র জন্মদিন উদযাপন

 

স্টাফ  রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের রামপালে  ঢাকাই চলচ্চিত্রের চিরসবুজ নায়ক সালমান শাহ এর ৪৬ তম জন্মদিন উদযাপন করেছে সালমান প্রেমিরা। মঙ্গলবার সন্ধ্যায় রামপালের সিপাহীপাড়া কেক কেটে তার জন্মদিন উদযাপনের আয়োজন করেন সালমান শাহ্ -অমর নায়ক নামে একটি সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো: ইকবাল হাসান, সংগঠক মো: মিতু, মো: শামীম হাসান, মো:  আশরাফউদ্দিন প্রমূখ। এ সময় মো: ইকবাল হাসান সালমান হত্যার বিচার দাবি করে বলেন, অমর নায়ক সালমান শাহ তার অভিনয়ের মাধ্যমে লাখ দর্শকের হৃদয়ে স্থান পেয়েছে। প্রিয় নায়ককে হারানোর জ্বালা ভক্তদের হৃদয় থেকে মুছবে না।

 

Be the first to comment on "রামপালে কেক কেটে সালমান শাহ’র জন্মদিন উদযাপন"

Leave a comment

Your email address will not be published.


*