শিরোনাম

টঙ্গীবাড়ির বেতকায় ইসলাম ধর্ম গ্রহন করলেন বিপ্লব

 

আইরিন আক্তার :  টঙ্গীবাড়িতে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন বিপ্লব নামে এক ব্যক্তি। টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের শংকর চন্দ্র রাউত এর পুত্র বিপ্লব চন্দ্র রাউত নোটারী করে হিন্দু সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ১৯৮০ সালের ১লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। গত ৮ আগষ্ট তিনি স্বেচ্ছায় হলফনামা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় ইসলাম ধর্মে তার ইসলামিক নাম রেখেছেন মো: বিপ্লব শেখ। হলফনামায়  বিপ্লব বলেন, আমি হযরত মোহাম্মদ সা: এর জীবনী শুনিয়া মুসলমান ধর্মে আকৃষ্ট হয়ে পাঁচ কালেমা পাঠ করে নোটারী করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলবো। মো: বিপ্লব শেখ বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর একজন কর্মচারী। — দৈনিক সভ্যতার আলো

Be the first to comment on "টঙ্গীবাড়ির বেতকায় ইসলাম ধর্ম গ্রহন করলেন বিপ্লব"

Leave a comment

Your email address will not be published.


*