স্টাফ রিপোর্টার : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন গণহত্যার প্রতিবাদে সদরের সিপাহীপাড়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকালে মুন্সীগঞ্জ শিশু সংসদ ও মুন্সীগঞ্জ জেলা তরুন সংঘ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা তরুন সংঘের সভাপতি ডা: মো: আসিফ মাহমুদ, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন আল মামুন, আড়িয়ল স্বর্নময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাকসুদুর রহমান, মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়, মিরকাদিম যুব সংঘের সাধারন সম্পাদক মো: রানা মাসুদ, মো: বাবুল শেখ, মো: কামাল মৃধা, মো: লিটন মৃধা প্রমূখসহ বিভিন্ন সংগঠনের সদস্য বৃন্দ। মানববন্ধনে দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবি জানানো হয়।
Be the first to comment on "রামপালের সিপাহীপাড়ায় রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন"