শিরোনাম

মায়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে রামপালে মানববন্ধন বিক্ষোভ মিছিল

 

আইরিন আক্তার  : মায়ানমারে  রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে সদরের রামপালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পানহাট্টা গ্রামবাসী।  শুক্রবার বিকালে   পানহাট্টা   অগ্রদূত তরুন সংঘ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পানহাট্টা নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাতিমারা চৌরাস্তায় এসে মানববন্ধন হয়। এ সময় এতে অংশ নেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ সাজাহান সাজু, সাধারন সম্পাদক মোঃআবিদ আজাদ, সংগঠক মো: রুহুল আমিন, মুজিবুর রহমান,আমির হোসেন,  পানহাট্টা মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম মামুন, রামপাল যুবলীগের সহ- সভাপতি মোঃআবুল কালাম, মুন্সীগঞ্জ শিশু সংসদের যুগ্ম সম্পাদক  রেজাউল করিম মিশু, রামপাল ছাত্রলীগ নেতা  মোঃ শাহাদাত সীমান্ত প্রমূখ। এ সময় রোহিঙ্গাদের উপর নির্যাতন গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। এতে রোহিঙ্গাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেশবাসীকে আহবান করা হয়।

Be the first to comment on "মায়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে রামপালে মানববন্ধন বিক্ষোভ মিছিল"

Leave a comment

Your email address will not be published.


*