আইরিন আক্তার : টঙ্গীবাড়িতে সাবেক সচিব মো: আকরাম আলী মৃধাকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে পাইকপাড়া হাইস্কুল অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা তরুণ সংঘের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। আয়োজক কমিটির সভাপতি ডা: মো: আসিফ মাহমুদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বেতকা ইউপি চেয়ারম্যান মো: আলম শিকদার বাচ্চু, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আ: রহিম, সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন বেপারী, টঙ্গীবাড়ি বিটি কলেজের প্রভাষক ও অভিযাত্রিকের সভাপতি মেহেদি হাসান মিঠু, টঙ্গীবাড়ি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক জহির রায়হান খান, টঙ্গীবাড়ি উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি জামাল হোসেন, মেডিফেয়ার চেয়ারম্যান কবিবুর রহমান গোলাপ,মো: আক্তার হোসেন মন্ডল, ডা: মো: ইফতেখার আলম ইমন, মো: রানা মাসুদ,রেজাউল মিশু ও মো: সেলিম প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয়। মো: আকরাম আলী মৃধা ১৯৭৩ সালে প্রথম বিসিএস ব্যাচ এ মুন্সীগঞ্জ হতে ক্যাডারে নিয়োগ পান। তিনি ১৯৪৮ সালে ৩ জানুয়ারী পাইকপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।
Be the first to comment on "পাইকপাড়ায় সাবেক সচিব আকরাম আলী মৃধাকে গনসংবর্ধনা"