শিরোনাম

টঙ্গীবাড়িতে জোড়া খুন, ভারতে পালানোর সময় গ্রেপ্তার ৩

 

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের প্রধান তিন আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে নগরীর সোনাতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সোহেল মোল্লা, রাসেল মোল্লা ও নাসির মোল্লা।

টঙ্গিবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মোবাইল ট্র্যাকিং করে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মাকসুদা লিমার নেতৃত্বে খুলনার সোনাতলা এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়। তারা ভারতে পালিয়ে যাচ্ছিল। তাদের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের তিন আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর রাতে টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কুন্ডের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বেতকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম (৫৫) ঘটনাস্থলেই মারা যান এবং বর্তমান সভাপতি মো. আলী হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।নিহত শাহ আলমের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিনই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

 

এনটিভি

Be the first to comment on "টঙ্গীবাড়িতে জোড়া খুন, ভারতে পালানোর সময় গ্রেপ্তার ৩"

Leave a comment

Your email address will not be published.


*