স্টাফ রিপোর্টার: এই সড়কটি সংস্কারে একটু ভেবে দেখবেন কি? এর বেহাল দশায় আমরা জর্জরিত। এই পথে রিক্সাও আসতে চায় না। আপনাদের দৃষ্টির অপেক্ষায় শাখারী বাজার বাসী। স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কাছে এই দাবি করে জানান এলাকাবাসী। রামপাল ইউনিয়নের শাখারী বাজার গ্রামের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার বেহাল দশায় জনদূূর্ভোগ বেড়েছে স্থানীয় লোকজনের। শনিবার শাখারী বাজার গ্রামে সরেজমিনে গিয়ে রাস্তাটির বেহাল দশা দেখা যায়। স্থানীয় ফাতেমা বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটি জরাজীর্ণ থাকলেও কেউ নেয়নি প্রদক্ষেপ। মো: আরিফ বলেন, আমাদের এই গ্রামবাসীর দাবি এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মো: বাচ্চু শেখ বলেন, শাখারী বাজার রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকাবাসীর দূর্ভোগ কমাতে প্রজেক্ট এলে এর সংস্কার কাজ শুরু হবে। সব মিলিয়ে এলাকাবাসীর দাবি একটাই রাস্তাটির সংস্কার করা হোক।
Be the first to comment on "শাখারী বাজার রাস্তার বেহাল দশা"