পাখি যাবে উড়ে
মাহবুব আলম জয়
অচিন পাখি যাবে উড়ে
হঠাৎ করে ভাই,
বিদায় বেলা, ভালো কর্ম ছাড়া
জান্নাত মেলার সুযোগ নাই
এটা ই কি কথা ছিল….!
পৃথিবীর বুকে যখন এসেছিলে,
সৎকার্য করে,
শেষে তবেই তো তোমার ফেরার কথা ছিল,
শূণ্য হাতে নয়,
হয়তো জানা নেই
কখন এসে মৃত্যু বক্ষে বাঁধবে বাসা,
জানা নেই অত:পর কোথায় হবে শেষ আশ্রয়,
যেমন করে মনে নেই,
যে কথা বলে ভবে এসেছ।
কত মানুষ চলে যাচ্ছে প্রতিদিন,
হয়তো বা এর পর তুমি………..।
কিন্তু এর কিছুই কি তোমার মনে দাগ
কাটে না!
হায়রে মানব জীবন…….
Be the first to comment on "মাহবুব আলম জয়ের কবিতা– পাখি যাবে উড়ে"