মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদা আক্তার রুনীর কুলখানী তার স্বামীর বসতবাড়ী মুন্সীগঞ্জ সদর উপজেলাধীন রামপাল ইউনিয়নের শাখারী বাজার অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরবর্তীতে নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের পর আমন্ত্রিত সকলকে দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়।
কুলখানীতে এলাবাসীর সাথে রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। বিশেষ করে মরহুম ফরিদা আহাম্মেদ রুনীর বড় ভাই জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো:মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক,ফজিলাতুননেছা ইন্দিরা,এম.পি, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মো: লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক,এড.সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক ও চেতনায় একাত্তর সম্পাদক,কামালউদ্দিন আহাম্মেদ, এড. সালমা হাই টুনি, জেলা শ্রমিক লীগ সভাপতি এ.টি.এম দেলোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এড. সামছুন্নাহার শিল্পী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের মোল্লা, ডিপুটি কমান্ডার মো:শহীদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ ও সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমুখ।
Be the first to comment on "রামপালে ফরিদা আক্তার রুনীর কুলখানী"