প্রেম ময়ূরী টেলিফিল্মের পর আবারো জনসচেতনা মূলক নাটিকা তৈরি করছেন কামাল আহমেদ

 

 

স্টাফ রিপোর্টার :  কামাল আহমেদের পরিকল্পনায় ও রচনায় প্রেম ময়ূরী টেলিফিল্ম তৈরির পর আবারো তিনি নির্মাণ করতে যাচ্ছেন সচেতনতা মূলক নাটিকা। এর আগে তার রচিত প্রেম ময়ূরী টেলিফিল্মটি মুন্সীগঞ্জে বেশ আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে মুন্সীগঞ্জ জেলার উপর আমরা মুন্সীগঞ্জ বাসী গানটি দর্শক নন্দিত হয়। ভাষ্কর শিল্পী গোষ্ঠির পরিবেশনায় কামাল আহমেদের রচনায় ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতনে ও মাদকের উপর একাধিক বিষয়ের উপর নাটিকা তৈরি করা হবে। খুব শীঘ্রই এর শ্যূটিং শুরু করা হবে। কামাল আহমেদ জানান,  সামাজিক জনসচেতনা সৃষ্টির করার লক্ষ্যে এই কাজগুলোর উদ্যোগ নেয়া হয়েছে। সমাজ বিবর্তনে সকলকে ইতিবাচক কর্মকান্ড করতে সকলকে আহবান জানান তিনি।

Be the first to comment on "প্রেম ময়ূরী টেলিফিল্মের পর আবারো জনসচেতনা মূলক নাটিকা তৈরি করছেন কামাল আহমেদ"

Leave a comment

Your email address will not be published.


*