শিরোনাম

মুন্সীগঞ্জে ১’শ দুস্থ অসহায় শিশু পেল নতুন পোশাক

 

ডেস্ক :  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাবরের মত এবারো দুস্থ অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে মুন্সীগঞ্জের স্থানীয় সংগঠন, মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ, কাচারি মোড়, সুপারমার্কেট, ফায়ার সার্ভিস মোড়সহ একাধিক স্থানে এ সংগঠনের কর্মীরা প্রায় ১০০ জন দুস্থ ছেলে মেয়ের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। ঈদ স্বপ্ন নামের এই পোশাক সংগ্রহের জন্য অর্থ সংগ্রহ করেন সংগঠন এর প্রবাসী ও দেশী বন্ধুরা। সংগঠনটির বৈশিষ্ট্য তারা কখনও নিজেদের বাইরে সাহায্য নেওয়ার প্রয়োজন অনুভব করেনি। মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জের প্রবাসী বন্ধুরাই এই অর্থ যোগদানকারী মূল শক্তি।গত কিছুদিন আগেই সংগঠনটি মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করে, ঈদের খাবার সরবরাহ করে। তার অনুরুপ ভাবে অবহেলিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ। মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ সংগঠনের আহসান হাবিব পুলক বলেন, আমরা মুন্সীগঞ্জের হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের বন্ধুত্ব এখনো অটুট আছে। যেহেতু জীবিকার জন্য বেশীরভাগ বন্ধু প্রবাসী তাই আমরা স্যোশাল মিডিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে এই ফান্ড সংগ্রহ করি ও বিভিন্ন দুর্যোগে উৎসব এ মানবতার ডাকে সাড়া দেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।আমাদের প্রবাসী বন্ধুদের জন্য দোয়া করবেন।এই মহতি কাজে যাদের নাম উল্লেখ না করলেই নয়। ফ্রান্স থেকে ইমরান নাসির। কাতার থেকে, রুবেল, বশীর, সৌদিআরব থেকে, শাহ জালাল,আব্দুল মতিন, শাকিল ও রিগান প্রমূখ। দেশে আছেন পুলক,ফরহাদ কুদ্দুস। রায়হান মুন্না ও শহরের অনেক জুনিয়র ভাই বন্ধু। ও আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডাক্তার ভাই,ও তার বন্ধুরা। আমরা আসলে এই অল্প কিছু মানুষ মিলেই মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ।

 

মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ সংগঠন একটি সামাজিক কল্যাণমুখী সংগঠন। সংগঠন এর প্রতিসঠাতা নিজাম হাসান রিগান। ২০১৫ সালে, শাওন গাজী, কাইয়ূম আহমেদ ও সিমান্ত কে নিয়ে এই সংগঠন এর যাত্রা শুরু হয়। ধীরেধীরে সংগঠন টি মুন্সীগঞ্জের মানুষের মাঝে পরিচিতি পায়, তাদের সৎ কর্ম দিয়ে। মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের দুস্থ শিশুদের মাঝে স্কুলের শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে দীর্ঘদিন। অসহাহ মানুষ দের জন্য সব সময় পাশে থাকে সংগঠন এর প্রবাসী বন্ধুরা। দেশে তাদের সমন্বয়ক পুলক ও কুদ্দুস। আর তাদের সহকারী রায়হান, মুন্না।

 

সংগঠনের কর্মী দের ইচ্ছা মানুষের ভালবাসা ও দোয়ার মাঝে জেনো তারা বেচে থাকেন। ভালো কাজে সবার আগে থাকতে পাড়েন এই জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

Be the first to comment on "মুন্সীগঞ্জে ১’শ দুস্থ অসহায় শিশু পেল নতুন পোশাক"

Leave a comment

Your email address will not be published.


*