স্টাফ রিপোর্টার: এবার পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের গানের সঙ্গে নতুন আঙ্গিকের নাচ দিয়ে সাজানো হয়েছে এসএটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘জলসা ঘর’। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়িকা একা ও শিমলা এবং মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি নাট্যভিনেতা হুমায়ূন ফরিদ।
এসএটিভি এর বর্ণিল ঈদ আয়োজনে শাহিন মাহমুদের প্রযোজনায় জলসার ঘর প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের ২য় দিন বিকেল ৫ টা ৩০ মিনিটে ।
হুমায়ূন ফরিদ এর আগে বিভিন্ন টিভিতে নাটক, টকশো ও উপস্থাপনা করেছিলেন। তিনি বলেন, হারানো দিনের পুরোনো গানের সঙ্গে নতুন আঙ্গিকে নৃত্য দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। আশা করা যায় এটি দর্শক নন্দিত হবে।
Be the first to comment on "ঈদ অনুষ্ঠান জলসার ঘরে শিমলা একা ও ফরিদ"