স্টাফ রিপোর্টার : নির্জন রাস্তা দিয়ে হাঁটছে অপূর্ব। রাস্তার আসে পাশে তেমন কেউ নেই। হঠাৎ একটা মোবাইল বেজে উঠার শব্দ তার কানে আসে। অপূর্ব রাস্তার এক কোণে তাকিয়ে দেখল একটা মোবাইল পড়ে আছে, আর তা বাজছে । অপূর্ব ফোনটা রিসিভ করল, অপর পাশ থেকে কেউ একজন গালি দিল।
অপূর্ব ধমক দিয়ে ফোনটা রাস্তার কোণে রেখেই চলে গেল। কিছু দূর যেতেই দেখে একটা মেয়ের জুতো রাস্তায় পড়ে আছে। বিষয়টি একটু রহস্যজনক মনে হলো তার। আরো কিছু দূর যেতেই দেখে আরেকটা জুতো। এরপর দেখে একটা মেয়ে রাস্তার কোণে পড়ে আছে। মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে বাসায় উঠল…।নাটকটির গল্প এগিয়ে যায়। মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। ‘গল্পটা তোমারই’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। মো: মেহেদী হাসান জনির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় বিরহী মুক্তার প্রযোজিত এ নাটকে আরো অভিনয় করেছেন কায়েস চৌধুরী, মুক্তার প্রমুখ। নাটকটি ঈদুল আজহার দিন রাত ১১ টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
Be the first to comment on "ঈদে অপূর্ব মেহজাবিনকে নিয়ে বিরহী মুক্তারের গল্পটা তোমারই"