স্টাফ রিপোর্টার : শিল্পী আনিসুর রহমানের কন্ঠে বাহাউদ্দিন রিমনের কথা ও সুরে শেখ মুজিব নামে একটি গান প্রকাশ হতে যাচ্ছে।
“তুমি না থাকলে হতোনা স্বাধীন সোনার বাংলা কখনো কোন দিন, তুমি সবুজের বুকে দিয়েছ এঁকে সূর্যটা রঙিন শেখ মুজিবুর রহমান জীবন দিলেও শোধ হবেনা তোমার সেই ঋন। এই কথাগুলো দিয়ে বঙ্গবন্ধু নামে গানটি সকলে পছন্দ করবে বলে মনে করেন বাহাউদ্দিন রিমন। খুব শীঘ্রই বিভিন্ন টিভি চ্যানেলে গানটি ভিডিও সম্প্রচার হবে বলে জানা গেছে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শিবলু মাহমুদ
Be the first to comment on "শিল্পী আনিসুর রহমানের কন্ঠে রিমনের বঙ্গবন্ধু গান"