মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা লীগ সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার রুনি আর নেই। তিনি বুধবার রাত ১০ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে—রাজিউন। তার মৃত্যুর খবরে মুন্সিগঞ্জ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে, মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মহিউদ্দিন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আনিসউজ্জামানের ছোট বোন,এবং মুন্সীগঞ্জ পৌর মেয়র মো: ফয়সাল বিপ্লবের ফুফু ও সাবেক সচিব মরহুম জুলাসউদ্দিনের স্ত্রী। ফরিদা আক্তার রুনীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ,মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ,জেলা কৃষক লীগ, চেতনায় একাত্তর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,আলহাজ্ব শেখ মো: লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক,এ্যাড.সোহানা তাহমিনা,সাংগঠনিক সম্পাদক কামাল আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক,এ্যাড.সামছুন নাহার শিল্পী,জেলা শ্রমিক লীগ সভাপতি এ.টি.এম দেলোয়ার হোসেন প্রমুখ ব্যাক্তিবর্গ। তার জন্য পরিবারের নিকট হতে দোয়া চাওয়া হয়েছে।
Be the first to comment on "চলে গেলেন ফরিদা আক্তার রুনি"