স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার নিবাসী প্রবীন শিক্ষক আবুল হোসেন মাষ্টার (৬৫) আর নেই।
রবিবার সকাল ১০. টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে রাজিউন….। তিনি মৃত্যুকালে স্ক্রী তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আবুল হোসেন মাষ্টার পূর্বদেওসার জামে মসজিদ, রামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনেলদর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি রামপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রবিবার বাদ জোহর রামপাল হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে বিদ্যালয় ও মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রামপাল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাচ্চু শেখ। এছাড়াও শোক জানান, পূর্বদেওসার পঞ্চায়েত কমিটি,রামপাল যুব উন্নয়ন ফোরাম, তালিমূল উম্মাহ আদর্শ মহিলা মাদরাসা ও মুন্সীগঞ্জ শিশু সংসদ। পরিবারের পক্ষ থেকে তার মাহফেরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।
Be the first to comment on "শোক সংবাদ: আবুল হোসেন মাষ্টার আর নেই"