স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার চরে মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ নামের সামাজিক সংগঠন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। রবিবার বিকালে বন্যায় দুর্গত গ্রামের প্রায় প্রতিটি ঘরে সংগঠন এর পক্ষে ত্রাণ পৌছে দেন মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবীবৃন্দ।
মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ সংগঠন এর আহবায়ক প্রবাসী নিজাম হাসান রিগানের উদ্যোগে ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন আহসান হাবীব পুলক,হুসাইন ফরহাদ,ঝলক,শাকিল, সাইদুর রহমান খোকন, মেহেদী শামিম, রায়হান ও প্রমূখ। এ সময় এ ত্রাণের জন্য প্রবাস থেকে সাহায্য করেন আব্দুল মতিন, শাহ জালাল, শাকিল আহমেদ,রুবেল,রেজাউল বশীর, ইমরান নাসির ও রিগান প্রমূখ। খাদ্য দ্রব্যসহ এ সময় ঈদের জন্য বন্যার্তদের চিনি সেমাই বিতরণ করেন সংগঠনটি। ভালোকাজে সবার আগে থাকার প্রত্যয় নিয়ে নানান কর্মকান্ড করে যাচ্ছে মানবতায় জাগ্রত মুন্সীগঞ্জ।
Be the first to comment on "লৌহজংয়ের পদ্মারচরে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ"