স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের এক তরুণ গীতিকার ও সুরকার বাহাউদ্দিন রিমন বলেছেন, সঙ্গীতে ভালো কিছু করতে চাই। ভাল গান রচনা করতে চাই। বাংলা সংস্কৃতি বিকাশে সকলে একযোগে কাজ করকে চাই। সে নিজের প্রচেষ্টায় জাতীয় পর্যায়ে চলচ্চিত্র পাড়ায় সঙ্গীতে অবদান রেখে যাচ্ছে। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বাসিন্দা। মনে হয় তুই ছাড়া কেও নেই আমার এতটা আপন,আর প্রানে সহেনা একবার তুমি বলনা আমি কি হই তোমার? ইত্যাদি গানের কথা ও সুরকার বাহাউদ্দিন রিমন। বিদ্যালয়ে ক্লাসে গান করার সুবাদে স্কুল শিক্ষক বলেছিলেন তুমি একদিন মানুষের জয় করবে সংগীতে সেইদিন থেকে স্কুল থেকে বাড়ি ফিরে সারাদিন গান শোনা গান রচনা করায় মন মাতে তার। অবশেষে গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের সহায়তায় ২০০৮ থেকে সমসাময়িক সময় এ তার কথা ও সুরে গান করেছেন এস আই টুটুল,ইমরান,বেলাল খান,কাজী শুভ,রুপম, ক্লোজআপ তারকা পুলক, কনা,পরশি,ফারাবি,ঐশী,ময়ুরী জামান সহ আরোও অনেকে। তার বেশ কিছু গান বিভিন্ন বাংলা ছবিতে কন্ঠ দিয়েছেন শিল্পীবৃন্দ। বাহাউদ্দিন রিমন আলোকিত মুন্সীগঞ্জকে বলেন, বাংলা গানকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যেতে নিয়মিত সঙ্গীতের সাধনা করতে চাই। শ্রম প্রচেষ্টায় একদিন জয় আসবে এ বিশ্বাস
।
Be the first to comment on "সঙ্গীতে ভালো কিছু করতে চাই, বাহাউদ্দিন রিমন"