স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ সবুজ শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরহাদের ছোট ভাই শুভন জানান শুক্রবার বিকালে সদরের সিপাহীপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল যোগে আসার সময় পেছন থেকে একটি সিএনজি গাড়ি ধাক্কা দিলে তাকে বহনকারী মোটর সাইকেলটি পড়ে গিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষে ফরহাদের এক পা ভেঙ্গে যায়। এতে তার পা গুরুতর জখম হয়। পরে সিএনজিটি পালিয়ে যেতে সক্ষম হয়। তার সুস্থ্যতার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহত"