স্টাফ রিপোর্টার : সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড হতে সিরাজিদখান বাজারগামি ইজিবাইক ও সিএনজি হহতে ঈদকে সামনে রেখে শ্রমিলীগনেতার চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। জানা যায় বুধবার নিমতলা বাসস্ট্যান্ড থেকে সিরাজদিখান উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: হামিদুল ইসলাম রতনের অনুসারীরা গাড়ি প্রতি ৪০ টাকা করে চাঁদা তুলে নিচ্ছেন। এখানে শতাধিক গাড়ি রয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে চাঁদা নেওয়ায় ক্ষোভ জানিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক একজন ইজিবাইক চালক বলেন, স্থানীয় শ্রমিকলীগ নেতার কর্মি লাইনম্যান করিম বুধবার থেকে ৪০ টাকা করে চাঁদা নিচ্ছেন। এর আগে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম এর উদ্যোগে জেলার সব গাড়ি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। তখন এখান থেকেও বন্ধ হয় চাঁদাবাজি।
কিন্তু সিরাজিদখানে আবার নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন ইজিবাইক ও সিএনজি চালকবৃন্দ। এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান শ্রমিকলীগের সভাপতি হামিদুল ইসলাম রতন বলেন, আমার কোন কর্মি চাঁদা তুলছে না। কে বা কারা আমার নাম ভাঙ্গিয়ে চাঁদা নিচ্ছে তা আমার জানা নেই। স্থানীয় গাড়িচালকদের দাবি প্রশাসন বিষয়টি আমলে নিয়ে চাঁদাবন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Be the first to comment on "সিরাজদিখানে নিমতলায় আবারো ইজিবাইক ও সিএনজিতে ব্যাপক চাঁদাবাজি"