মোজাম্মেল হোসেন সজল : মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চরে বৃহস্পতিবার বিকেলে পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের পাইকারা আশ্রয়ণ প্রকল্প এলাকার দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
অন্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদারসহ অন্যান্যরা। পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন । — পূর্বপশ্চিম
Be the first to comment on "মুন্সীগঞ্জে পদ্মার চরে ত্রাণ সামগ্রী বিতরণ"