শিরোনাম

মাহবুব আলম জয়ের একটি কবিতা

 

 

কালোমেঘ হতে আসিনি

মাহবুব আলম জয়

 

আমি  কালো মেঘ হতে চাই না

জোছনা হতে চাই।

আমি অন্ধকার  নিতে আসিনি

নিজেকে আলোতে মাখাতে এসেছি।

আমি কেবলই গ্রহীতা হতে চাই না

আমি দাতা হতে এসেছি,

আমি  কবি হতে আসিনী

কবিতায় তোমাদের মাঝে

সৃজনপতির প্রেম জাগাতে এসেছি।

আমি ইতিহাসের কলঙ্কিত

খল নায়ক  হতে চাই না

আমি বীরত্বের আলোক মালায়

মহাযাজক হতে চাই।

আমি কেবলই নিতে আসিনি,

আসিনি স্বার্থপরতার কবলে ডুবতে,

আসিনি নাযিলকৃত মহা দলিল পবর্তন করতে

এসেছি  চির দুর্বার সত্য ন্যায়ের কথা বলতে।

অন্ধকার কারো ভাল লাগে না

তাই আমাকে পুড়াতে দিবো না

কালো ছায়ার স্বদেশে।

আমি কালো মেঘ নিতে আসিনি

কোরআনের ঝলমলে

কিরণ নিতে এসেছি ভালবেসে।

Be the first to comment on "মাহবুব আলম জয়ের একটি কবিতা"

Leave a comment

Your email address will not be published.


*