শিরোনাম

সুযোগ পেলে প্রিমিয়ার লীগ খেলবো- চিতা

 

রানা মাসুদ :   নাম তার রনি খান চিতা। বর্তমানে মুন্সীগঞ্জের সেরা অলরাউন্ডার ও সেরা পেসার হিসেবে খ্যাত রনি খান চিতা। ১৯৮৮ সালে মুন্সীগঞ্জ সদরের  নুরপুর গ্রামে জন্ম গ্রহন করেন। ২০০৪ সাল থকে খেলে যাচ্ছেন বিভিন্ন টিমে। সাধারন বীমায় জাতীয় দলের খেলোয়ার রুবেল হোসেনের সাথেও খেলেন চিতা। তরুণ ক্রিকেটার  রনি খান চিতা বলেন,   ওস্তাদ মোতালেব পাটোয়ারির সহযোগিতায় রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে নিয়মিত অনুশিলন করেই ঢাকালীগ খেলার সুযোগ পেয়েছিলাম।  সে এর আগে সাধারন বীমা, ইয়াং মেরিনার্স ক্লাব,  হিল্লোল যুব সংঘ, সূর্য তরুন ক্লাব, দিলকুশা স্পোটিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবের হয়ে খেলেন। সে বর্তমানে  মুন্সীগঞ্জ জেলা ক্রিকেট টিমের অন্যতম খেলোয়ার। দুর্দান্ত বলের জন্য সে বেশ খাতি অর্জন করেন। রনি খান চিতা  বলেন, ক্রিকেটে ভালো করতে চাই। আমি   সুযোগ পেলে প্রিমিয়ার লীগ খেলবো ।পৃষ্ঠপোষকতা ও  গাউড লাইন পেলে প্রিমিয়ার লীগে খেলতে পারবে চিতা এমনটাই মিরকাদিমের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা।

 

Be the first to comment on "সুযোগ পেলে প্রিমিয়ার লীগ খেলবো- চিতা"

Leave a comment

Your email address will not be published.


*