শিরোনাম

মিরকাদিমে শোক দিবসে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলণ

 

রানা মাসুদ : মিরকাদিমে  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সোমবার রাত ১২ টা ১ মিনিটে  মোমবাতি প্রজ্জ্বলণ করেছে পৌর ছাত্রলীগ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলণ করা হয়। এ,সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আ: রহিম বাদশা, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি, স্বেচ্ছাসেবলীগ নেতা সেকান্দার হোসেন,    জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, মো: বাশার, হৃদয়,অয়ন,ফারহান ফয়সাল প্রমূখ।

Be the first to comment on "মিরকাদিমে শোক দিবসে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলণ"

Leave a comment

Your email address will not be published.


*