শিরোনাম

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান

 

 

 

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে সুস্থ্য ধারার রাজনীতি চর্চা  করে যুবলীগের কর্মি হয়েই কাজ করে যেতে চাই।

যুবলীগের প্রতিটি নেতা কর্মীকে হতে হবে মানবিক, মেধা  মনন ও সৃজনশীল কর্মকান্ডের হাতিয়ার।  মানুষের প্রতি ভালবাসাই জাতির পিতার সবচেয়ে বড় আদর্শ ছিল। তা বিকশিত করতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। একথাগুলো বলেন,মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও   যুবলীগের কর্মি  আব্দুল-আল-মামুন।   মামুন জেলা ছাত্রলীগে থাকাকালিন ক্লিন ইমেজ হিসেবে বেশ পরিচিতি অর্জন করেন। সভ্যতার আলোকে  বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে ভালবেসে ছাত্রলীগ করেছি। তাদের মূলনীতি ও আদর্শে সামাজিক উন্নয়ন ও মানবের কল্যাণে নিবেদিত হতে চাই। আব্দুল-আল-মামুন  আরো বলেন, আমি বিশ্বাস করি সৎ চিন্তা চেতনা আলোকবর্তিকা ছড়ায় সর্বত্র। জননেতা মো: মহিউদ্দিনের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চাই। তিনি  বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি পড়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

— সভ্যতার আলো

Be the first to comment on "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান"

Leave a comment

Your email address will not be published.


*