শিরোনাম

শোক সংবাদ : ফজল হক আর নেই

 

 

স্টাফ রিপোর্টার :     মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া কোধাল ধোয়া নিবাসী এড. মো: নাছিরউদ্দিন এর বাবা মো: ফজল হক (৭০)  আর নেই। ইন্না লিল্লাহে রাজিউন…। বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় তিনি শ্বাস কষ্ট জনিত সমস্যায়  অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অংসখ্য গুনাগ্রাহী রেখে যান।  আজ শুক্রবার সকাল ৯ টায় দালালপাড়া কোধালধোয়া মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। মো: ফজল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রামপাল যুব উন্নয়ন ফোরাম, সিপাহীপাড়া দক্ষিন  বাজার কমিটি, আলোর প্রতিমা,মুন্সীগঞ্জ শিশু সংসদ সহ একাধিক সংগঠন। তার জন্য পরিবারের পক্ষ থেকে মাগফেরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।

Be the first to comment on "শোক সংবাদ : ফজল হক আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*