স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাবেক সভাপতি গুণী নাট্যকার, নির্দেশক ও সংগঠক অকাল প্রয়াত এড.আরিফুর রহমান খান (কবি আরিফ) এর শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল ৪:৩০ মিনিটে মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই আয়োজন করেছে কবি আরিফের নিজ সংগঠন অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনের সভাপতি এড. সুজন হায়দার জনি জানান, কবি আরিফ ছিলেন অত্যন্ত মেধাবী, গুণী নাট্যকার ও নির্দেশক। আকস্মিক তার চলে যাওয়া আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তার অকাল প্রয়াণে মুন্সীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য শোকসভা ও দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন তিনি।
উল্লেখ্য,অকাল প্রয়াত এড.আরিফুর রহমান খান (কবি আরিফ) মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফল ভাবে পালন করেছেন।
Be the first to comment on "কবি আরিফের শোকসভা ও দোয়া মাহফিল"