শিরোনাম

মুন্সীগঞ্জে অপরুপ সৌন্দর্যের আল মদিনা মসজিদ

 

মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জের এই অপরূপ সৌন্দর্যময়  মসজিদের নাম  আল- মদিনা মসজিদ। মুন্সীগঞ্জের ইসলামে ইতিহাসে বাবা আদম মসজিদ,টেঙ্গর শাহী মসজিদ, সুয়াপাড়া মসজিদ সহ অসংখ্য মসজিদ রয়েছে। এটি

শ্রীনগর উপজেলায় মাওয়া টু ঢাকা ছনবাড়ি মূল সড়কের পশ্চিম পাশে অবস্থিত। এটি জেলার অন্যতম সুন্দর একটি মসজিদ হিসেবে পরিচিত। এর অভ্যন্তরীণ নির্মাণ কাছ শেষ,বাইরের সৌন্দর্য বর্ধন ও আঙ্গিনা তৈরির কাজ বিদ্যমান। মসজিদ দেখতে এসে তরুণ মাসুদ জানান,মুন্সীগঞ্জ বিক্রমপুরে এত সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে না আসলে জানতাম না। এই মসজিদটি ব্যয়বহুল অর্থ খরচ করা হয়েছে।  ভিতরে নামাজ পড়লে ঠান্ডা শীতল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়।

জেলায় এই সুন্দর মসজিদটি ঘুরে দেখে আসতে পারেন আপনিও।শ্রীনগর উপজেলার ছনবাড়ি সংলগ্ন হরপাড়া গ্রামের এই সুন্দর মসজিদ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা হতে আসছেন নানা শ্রেনীর পেশার মানুষ

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে অপরুপ সৌন্দর্যের আল মদিনা মসজিদ"

Leave a comment

Your email address will not be published.


*