মাহবুবা আইরিন : তোমাকে মনে পড়ে যুগের পরও, তুমি আছ আমাদের অন্তরে। হ্যা বাংলা চলচ্চিত্রের অনন্য চিত্রনায়ক সালমান শাহের কথা বলছি, যিনি ভক্তদের হৃদয় জুড়ে এখনো রয়েছেন। সত্যের মৃত্যু নেই অবশেষে তাই প্রমাণ হতে যাচ্ছে। কিংবদন্তী এই নায়ক আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। সম্প্রতি এমন বক্তব্য অনলাইনের ভিডিও বার্তায় সালমান শাহের মামলায় নতুন মোড় নিয়েছে । আর এতে আশার সঞ্চার হচ্ছে সালমান ভক্তদের। প্রিয় নায়কের হত্যার বিচারে চেয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার তার ভক্তকুল। ১৯৯৬ সালে সালমান শাহের মৃত্যুর পর থেকে এটা হত্যা না আত্মহত্যা-সে নিয়ে বিতর্ক চলছে। এই নায়কের স্ত্রী সামিরা চৌধুরী একে আত্মহত্যা বললেও মা নীলা চৌধুরী ও বাবা কমরউদ্দিন চৌধুরী তা মেনে নিতে পারেননী । তারা তখন রুবিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে এই ২১ বছরেও এই মামলার মীমাংসার মুখ দেখেনি। এখন নতুন করে মামলাটি মোড় নিতে শুরু করায় সালমান প্রেমিরা এর বিচারের দাবিতে অনড় রয়েছেন।
Be the first to comment on "ভক্তদের হৃদয় জুড়ে সালমান শাহ"