শিরোনাম

মিরকাদিমে ফিজিউথেরাপী ক্যাম্প উদ্বোধন

 

 

মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামে  আশা ব্যাংকের    উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিউথেরাপী ক্যাম্প  উদ্বোধন করেন মিরকাদিম পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহীন, উদ্বোধনী অনুষ্ঠানে  আরো উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক,চেতনায় একাত্তর সম্পাদক,বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ, বিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক জমিদার, জাতীয় ও জেলাপয্যায়ের আশা ব্যাংক কর্মকর্তাবৃন্দ।

পৌরসভার দুস্থ্য ও অসহায় শতাধিক মহিলার উপস্থিতিতে উদ্বোধনী অঅনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে কামাল আহাম্মেদ বলেন আশা এলাকার দরিদ্র-অহায় মানুষের আর্থিক সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃস্টির লক্ষ্যে সারাদেশে এমনকি বিদেশেও  নিরলসভাবে কাজ করে যাচ্ছে, পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে যাচ্ছে, আজকের এই ফিজিউথেরাপী ক্যাম্প তারই একটি দৃষ্টান্ত।

আমি আশাবাদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক  দেশবাসীর কল্যানে ঘোষিত ভিষন-আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এই স্বপ্ন পূরনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সফলতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, আশাও সরকারের এই সফলতা অর্জনে অবদান রেখে আসছে, আমি মনে করি আশা’র এই সেবাধর্মী কাজ অব্যাহত থাকবে ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শহিদুল ইসলাম শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রি দেশরত্ন শেখ হাসিনার পিতা-মাতা-ভাই-স্বজনদের এই অগাষ্ট মাসে খুনীরা নিশংসভাবে হত্যা করে, সকলকে হারিয়েও পিতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যানে এশটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জীবনের মায়া ত্যাগ করে  রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেই কাজের একজন পথযাত্রী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আশা যতদিন দেশের কল্যানে, দেশের মানুষের সেবায় কাজ করে যাবেন, ততদিন আমি আশার পাশে আছি এবং একজন জনপ্রতিনিধি, মেয়র হিসাবে সবধরনের সহযোগিতা প্রদান করে যাবো। আশার আজকের  ফিজিউথেরাপী ক্যাম্প নিঃসন্দেহে এশটি প্রশংসনীয় উদ্ধোগ আমি এই ক্যাম্পের সফলতা কামনা করে ফিজিউথেরাপী ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করছি।

৭ই অগাষ্ট হইতে ৯ই অগাষ্ট তিন দিন ব্যাপী আগত রোগীদের বিনামূল্যে ফিজিউথেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে।উদ্ধোধনী দিনে প্রায় ৫০ জন রোগীকে এই সেবা প্রদান করা হয়।

—-কামাল আহাম্মেদ,চেতনায় একাত্তর

Be the first to comment on "মিরকাদিমে ফিজিউথেরাপী ক্যাম্প উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*