শিরোনাম

গনসদন নিয়ে কামাল আহমেদ এর লেখা

 

 

 

 

কালের সাক্ষী ঐতিহ্যবাহী গনসদন মুন্সীগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের সফলতার ধারাবাহিকটা বহন করে আসছে স্বাধীনতার পূর্ববর্তী ৫০ দশক থেকে, মহকুমা-জেলা সদরের সকল ধরনের  নাটক – গান- কবিতা আবৃতি সকল ধরনের অনুষ্ঠান এই গনসদন থেকে অনুষ্ঠিত হতো সাংস্কৃতিক প্রেমিকদের মনোরঞ্জন ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশে।বর্তমানে শহরে আবাসিক জনসংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত  হয়েছে, সরকার আর প্রশাসনের বিভিন্ন সভা-সমাবেশ অগ্রাধিকার ভিত্তিতে আয়োজন করার পর যদি সময় থাকে তবেই বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের অনুমতি মিলে অনুষ্ঠান করার, এই ক্ষেত্রে ইচ্ছা থাকা সত্ত্বেও যথাযথভাবে অনুষ্ঠান করা যায় না, তাই মুন্সীগঞ্জ জেলার সাংস্কৃতিক সংগঠনসমূহ পূর্বের সুনাম অক্ষুণ্ণ রেখে সংস্কৃতির বিকাশ ঘটাতে পারছে না । সেই ক্ষেত্রে জেলার সংস্কৃতি বিকাসে গনসদন পুনঃ নির্মাণ করে সাংস্কৃতিক সংগঠন সমুহের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কোনক্রমেই যেন এই গনসদনটি ক্লাব বা প্রতিস্থানে রূপান্তরিত করা না হয়, যাতে করে জেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়।

কামাল আহমেদ, সম্পাদক,চেতনায় একাত্তর

Be the first to comment on "গনসদন নিয়ে কামাল আহমেদ এর লেখা"

Leave a comment

Your email address will not be published.


*