জসীম উদ্দীন দেওয়ান : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মৃত্য বার্ষিকীতে রবীন্দ্র রচনা সমগ্র নিয়ে আলোচনার আসরে বসছিলেন, মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউশনের শিক্ষার্থীরা। রোববার রাতে সদর উপজেলার মিরকাদিম পৌরসভাস্থ কাগজীপাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রাবাসে রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নাথের ছড়া, কবিতা, গল্প ও উপন্যাস নিয়ে আলোচনার এক পর্যায়ে বরীন্দ্রনাথ ঠাকুরের লিখা কবিতা আবৃতি করেন, মাসুদ রানা ও বায়েজিদ বোস্তামি।
রবীন্দ্র সংগীত পরিবেশন করেন, আল মামুন, কিবরিয়া শাকিল, গোবিন্দ, রাকিব এবং রাফি। রবীন্ত্র আলোচনার এই আসরে ওঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতা থেকে শুরু করে নোবেল বিজয়ের কাব্য গ্রন্থ গীতাঞ্জলীর কথাও। আলোচনা থেকে বাদ পরেনি রবীন্দ্রনাথের অমর প্রেমর উপন্যাস শেষের কবিতার বিষয়টিও। কয়েক ঘন্টা ব্যাপী চলা এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে কথা বলেন, শিকদার, সালমান অপু, মনিরুজ্জামান, অনিক, মাহমুদুল্লাহ, মেসবা, মশিউর নয়ন, ইব্রাহিম, রুদ্র, শুভ, সুমন, সোহেল রানা, মাসুম, মোস্তাফিজ, সাব্বির এবং শিফাত।
—- মুন্সীগঞ্জ২৪ ডটকম
Be the first to comment on "মিরকাদিমে ঘরোয়া আয়োজনে রবীন্দ্র অনুষ্ঠান"