ক্ষণিকের বেড়াজালে
———————–
হৃদয় দোলানো ঢেউ
হয় তো সব দেখে না কেউ
জীবনের পরিক্রমায়
অনেক স্মৃৃতিরা বসত করে
কিছু স্বপনো থাকে
মানুষের জীবন জুড়ে।
দেখেছি ভাঙ্গন গড়ার ছড়াছড়ি
দেখেছি নিরবে বয়ে যাওয়া
বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে
কষ্টমাখা নদী ধলেশ্বরী।
ফুল তো প্রভাতেই ফোটে
কিছু ঝরে যায় সমাপ্তির ঘাটে।
তাতে কার কি আসে যায়,
অদ্ভুত পৃথিবীর মানুষেরা
এমনই হয়…!
ক্ষণিকের বেড়াজালে
দন্ধের ছলাছলে, কেন এত অভিনয়।
ভালবাসি মুখে বলি, হৃদয় কেন মাতে না
প্রেম যমুনার গ্যাড়া কলে, প্রেম সকল থাকে না।
তবুও যেতে হবে অনেক দূর
এই প্রত্যাশায়
আজো আমাদের পথচলা….
Be the first to comment on "মাহবুব আলম জয়ের কবিতা– ক্ষণিকের বেড়াজালে"