প্রপোজ
সাইদুর রহমান
————————-
হে রাত , রাতের আধার…।।
আচ্ছা রাত তুই কি মেয়ে ???
সবায় তোকে রজনী বলে ডাকে,
যদি মেয়ে হস ,
তবে আমার গার্লফ্রেন্ড হ,
জানি তুই বলবি তোর চাঁদ আছে,
আমি বলবো ঠিক আছে,
কিন্তু চাঁদ তো সব সময় থাকেনা,
আমি থাকবো…
সকাল অবধি নয়,
দিন থেকে দিনান্তে…।
সন্ধ্যা অবধি তোর অপেক্ষাতে ।
প্রতিদিন।
হে রাত রাতের আধার ,
তুই হ আমার গার্লফ্রেন্ড হ..
Be the first to comment on "সাইদুর রহমানের একটি কবিতা"