শিরোনাম

নাট্য প্রযোজনায় মুন্সীগঞ্জের বিরহী মুক্তার

 

 

 

মাহবুব আলম জয় : মুন্সীগঞ্জের নাট্য প্রযোজক বিরহী মুক্তার বিভিন্ন নাটক নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি কলাপাতার ঘর, আর্টিস্ট মজনু খাঁ, টুকরো প্রেমের বাঁধন, টু লেইট ব্যাচেলর, চিরকুটের শব্দ,উনি একজন উপদেষ্টা ও মায়া অপমায়াসহ বেশ কিছু নাটকের প্রযোজনা করেছেন বিরহী মাল্টিমিডিয়ার ব্যানারে। তার প্রযোজিত নাটক আর্টিস্ট মজনু খাঁ ২০১৬ সালে মাছরাঙা টেলিভিশনে বর্ষ সেরা নির্বাচিত হয়েছে। বিরহী মুক্তার বলেন, ভালো নাটকের প্রযোজনা করতে চাই। দেশীয় সংস্কৃতি রক্ষার্থে মানসম্মত নাটকের বিকল্প নেই। প্রযোজনা ছাড়াও তিনি ৪ টি ধারাবাহিকসহ ২৫ টির অধিক নাটকে অভিনয় করেছেন। বিরহী মুক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের প্রয়াত শিল্পী আবুল কালাম আজাদের অনুজ।  — সভ্যতার আলো

Be the first to comment on "নাট্য প্রযোজনায় মুন্সীগঞ্জের বিরহী মুক্তার"

Leave a comment

Your email address will not be published.


*