শিরোনাম

সাংবাদিক উজ্জলের উপর সন্ত্রাসী হামলা: শ্রীনগর প্রেস ক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন

 

আরিফ হোসেন: মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জলের উপর হামলার ঘটনায় শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকরা নিন্দা, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। সোমবার দুপুর একটার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির, সাংবাদিক অধীর রাজবংশী, উজ্জল দত্ত, এম আর রয়েল, মোহন মোড়ল, আরিফুল ইসলাম শ্যামল, আমিনুল ইসলাম মাসুম প্রমুখ।

 

সভায় বক্তারা সাংবাদিক নাসির উদ্দিন উজ্জলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিচার দাবী করেন। সমাবেশের পর শ্রীনগর প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

 

গত রবিবার রাত ৯ টার দিকে সাংবাদিক উজ্জলের মুন্সীগঞ্জের বাসায় ঢুকে প্রায় ১৫-১৬ জন সন্ত্রাসী তার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত সাংবাদিক উজ্জলকে ওই দিনই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ ডটকম

Be the first to comment on "সাংবাদিক উজ্জলের উপর সন্ত্রাসী হামলা: শ্রীনগর প্রেস ক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*