রানা মাসুদ : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে মঙ্গলবার দুপুর ১২ টায় ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে এক আশিক (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মিরকাদিম পৌরসভায় পূর্বপাড়া গ্রামের মো: আলম মিয়ার পুত্র। স্থানীয়দের তথ্যমতে জানা যায় বালুবাহী ঢাকাগামি একটি কারগো এসে ৫জন অারোহীসহ ছোট নৌকাকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়।। নৌকাতে থাকা পাঁচ জনের মধ্যে চার জন সাতরিয়ে পাড়ে উঠতে পারলেও আসিক উঠতে পারেনি। আশিকের পরিবারে বইছে শোকের ছায়া।
Be the first to comment on "মিরকাদিমে নৌকাডুবে কিশোরের মৃত্যু"