স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও সভ্যতার আলো’র সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের (৪১) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের বাসায় ১৬ / ১৬ জনের সশস্ত্র সন্ত্রাসী ঘরের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানিয়েছেন হামলাকারীদের গ্রেফতারী অভিযান শুরু হয়েছে।
— সভ্যতার আলো
বিক্রমপুরে প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা আর ধিক্কার জানাই এই সন্ত্রাসী হামলার-
মো. মাসুদ খান
সভাপতি
বিক্রমপুর প্রেস ক্লাব
Manushti onek valo.Munshigonj distric ai akti manush k valo peyesi.Ar sob oshuvvo jatir bongshodhor.
এই হামলা কারিদের গ্রেপ্তার করে। উপযুক্ত শাস্তি দিতে হবে।