শিরোনাম

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

 

 

মোঃ জুয়েল সরকার :  মুন্সীগঞ্জ সদর থানাধীন আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র স্থানীয় আব্দুল হামিদ শেখ এর পুত্র মোঃ  সোহাগ (১০) শনিবার সকাল ১২ টায় সাইকেল যোগে বিদ্যালয়ে জাওয়ার সময় পাশ্ববর্তী মোঃ করিম মোল্লার বাড়ির সামনে আসলে দ্রূতগামী একটি (সি এন জি) তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় আছরে পরে মাথা থেতলে যায় ও হাত ভেঙে যায় এবং সারা শরির ক্ষতবিক্ষত      হয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ও বিদ্যলয়ের শিক্ষকরা তাকে দ্রূত সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকবৃন্দ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল এ স্থানান্তর করেন। এম্বুলেন্স যোগে তাকে ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘাতক সি এন জি টি দ্রূত পালিয়ে যেতে সক্ষম হয়।এই রিপোর্ট টি লিখা পর্যন্ত সর্ব শেষ  জানা যায় প্রশাসন এর সহযোগীতায় লাশটি দাফন করার প্রক্রিয়া চলছে।নিহত সোহাগের বাড়িতে শোকের ছায়া বইছে।

Be the first to comment on "মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*