রানা মাসুদ : ইতিহাসের এই নন্দিত জনপদে অনেক বিশিষ্ট জনের জন্ম। কায়কোবাদ বাংলা সাহিত্যের মহাকবি। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় কায়কোবাদের জন্ম বর্তমান নববাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে। ১৮৫৭সালে কায়কোবাদেরর দৌহিত্র বিক্রমপুর খিলগাঁও গ্রামের আশরাফ উদ্দীন আহম্মদের দাবী অনুযায়ী তৎকালিন আগলা গ্রামটি বিক্রমপুর পরগনার অংশ ছিল। তার পতার নাম ছিল শাহমত উল্লাহ আল কোরেশী মাতার নাম চৌধরী মোহম্মদ দৌলত।কায়কোবাদ ভারতী, মানসী, কোহিনুর, নবনূর, ঢাকা প্রকাশ। অসংখ সাহিত্যো ও কবিতা লিখেছেন। মহাকবি ঢাকা ফজলুল হক হল মিলনায়তনে পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ তাকে সংবর্ধনা প্রদান করেন। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন সকলের মাঝে।
Be the first to comment on "বিক্রমপুরের সন্তান কবি কায়কোবাদ"