শিরোনাম

মুন্সীগঞ্জ ১ আসনে সাংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন মাকসুদ আলম ডাবলু

 

 

 

 

স্টাফ রিপোর্টার:    মুন্সীগঞ্জ-১  (শ্রীনগর-সিরাজদিখান) এ আসনে বিভিন্ন দলীয় প্রার্থীবৃন্দ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখানে  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাকসুদ আলম ডাবলু প্রার্থী হতে চান বলে সূত্রে জানা গেছে।   তিনি মুন্সীগঞ্জ ১ আসনে কর্মিদের সাথে যোগযোগাসহ নানান কর্মকান্ড করছেন। এবং ঈদ শুভেচ্ছাসহ বিভিন্ন ভাবে জনসংযোগ করছেন। কেন্দ্রীয় এক যুবলীগ নেতা জানান, মাকসুদ আলম ডাবলু মনোনয়ন পেলে এলাকার মানুষ খুশি হবে। তিনি শান্তির রাজনীতি ভাল বাসেন।  সিরাজদিখানের এক ছাত্রলীগের নেতা  বলেন, কর্মিবান্দব আওয়ামীলীগ নেতা মাকসুদ আলম ডাবলু মনোনয়ন প্রত্যাশি। আমরা তার পক্ষে কাজ করবো।

 

মাকসুদ আলম ডাবলু  বলেন, আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসন হতে দলীয় মনোনয়ন চাইবো। ক্লিন ইমেজ হিসেবে শান্তির রাজনীতির পট পরিবর্তনে জনগনের সহায়তায় দরকার। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করবো। এ সময় তিনি সকলের সহযোগিতা চান।  এই আসনে আওয়ামীলগের আরো একাধিক শীর্ষ নেতা দলীয় মনোয়ন প্রত্যাশায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Be the first to comment on "মুন্সীগঞ্জ ১ আসনে সাংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন মাকসুদ আলম ডাবলু"

Leave a comment

Your email address will not be published.


*