জসীম উদ্দীন দেওয়ান : দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার মাঝি বাড়ি এলাকার দরিদ্র পরিবারের সন্তান মৃত্তিকা। দুরারোগ্যে আক্রান্ত হয়ে তিন মাস ধরে চিকিৎসা গ্রহণ করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাত সাড়ে আটটার দিকে মৃত্তিকার চিকিৎসার খোঁজ নিতে সেখানে ছুটে যান বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা ( অ্যাটর্নি জেনারেল ) মাহবুবে আলম। এই সময় মৃত্তিকার চিকিৎসা খরচ মিটাতে তাঁর মায়ের হাতে তোলে দেয়া হয় নগদ এক লাখ টাকা। মাহবুবে আলমকে দেখে আনন্দে কেঁদে ফেলেন অসুস্থ্য মৃত্তিকা ও মৃত্তিকার পরিবারের সদস্যরা। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দীন সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জনহিতকর এই কাজে উপস্থিত ছিলেন। মাহবুবে আলম উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, তিনি চান মৃত্তিকা সুস্থ্য হয়ে ওর বিদ্যাপীট টংগিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে অচিরেই ফিরে যাক এবং এবার অষ্টম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করুক। এই জন্য ওর চিকিৎসা ব্যায় মিটাতে প্রয়োজনে আবারো অার্থিক সাহায্য প্রদান করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ সভাপতি নাছির জুয়েল, টংগিবাড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা স্বপন মাঝি সহ বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী।
—-মুন্সীগঞ্জ২৪ ডটকম
Be the first to comment on "অসুস্থ মৃত্তিকার পাশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম"