সা লা হ উ দ্দি ন আ হ মে দ সা ল মা ন এর কবিতা
বুকের জমিনে ঘুময় আঁধার
আমাকে গোছাতে পারলেনা কোনদিন
নিত্যদিনের কাপড় চোপড়
টেবিলে বই পত্র খাতার মতো
অগোছালোই রয়ে গেলাম আজীবন।
প্রানবন্ত প্রজ্ঞার প্রত্যয়,সৃষ্টির উল্লাশ;
প্রাণে শায়িত স্বপ্নের অভিলাষ
অবহেলায় বিরহী স্বত্বার গহীনেই
রয়ে গেলো অবিমুক্ত নীল আকাশ।
আজকাল রাতের চোখে বড়বেশী অনিদ্রার হাহাকার
নিঃসঙ্গতার স্তর জমে জমে চর পড়েছে বালুকার,
জ্যোৎস্নার উদ্ভাসিত রাতে বুকের জমিনে ঘুময় আঁধার;
বেদনার পরত ডিঙ্গাতে ডিঙ্গাতে
মনের নিক্তিতে মাপা যায়না বিশালতার।
তোমার সজ্জিত দিনগুলো অনুভবি কবির
কবিতার মতো,
সুন্দরতম অমৃতাক্ষরে পরিপাটি রোমান্টিক
ক্যাবের মতো।
তোমার কথামালা;আহা চিরুনীর আঁচড়ে সাজানো
বিন্দুমাত্র মলিনতা নেই,সুখ যত্রতত্র।
আমরা দুজন অভিন্ন;
অথচ ভিন্ন ব্যেথায় পলে অনুপলে
জলে জঙ্গলে নির্বাক নিরুত্তর ঘুরি দ্বারে দ্বারে,
তুমি যে হারে সুখে কাটালে জীবন
ঘরে থেকেও ঘরত্যাগী
আমার জীবন কাটে অসুখে ।
— সভ্যতার আলো
Be the first to comment on "সা লা হ উ দ্দি ন আ হ মে দ সা ল মা ন এর কবিতা"